সীতাকুণ্ডে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৪০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মো. মাহবুবুর রহমান (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ২ নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক সীতাকুণ্ড শিবপুর পল্লী বিদ্যুৎ সমিতির (৩) লাইনম্যান বলে জানা গেছে।
তিনি লক্ষ্মীপুর জেলার কেরামতগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আবিদুর রহমানের ছেলে। তবে তার বাসায় ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’, এমন একটি চিরকুট পাওয়া যায়।
নিহতের পিতা আবিদুর রহমান বলেন, শুক্রবার রাতেও তার সঙ্গে কথা হয়। তার কথা বার্তায় তাকে মানসিক বিপর্যস্ত মনে হয়েছে। তবে তখন বলেছিল ভালো আছে। কেন আত্মহত্যা করেছে তা বলা যাচ্ছে না।
সীতাকুণ্ড মডেল থানার এসআই নির্মল বলেন, মৃত্যুর আগে একটি চিরকুট লিখে যান মাহবুবুর রহমান। সেখানে লেখা আছে তার ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। তিনি মানসিকভাবে বিপর্যস্ত এটাও লেখা ছিল। এসআই আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩ দালালকে জরিমানা ও মুচলেকা নিয়ে সতর্ক
পরবর্তী নিবন্ধঅটোরিকশার গতিরোধ করে ছিনতাই, শিক্ষার্থীকে পিটিয়ে অশ্লীল ছবি ধারণ