চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা থেকে দুই নারী চোর গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে স্মার্টফোন ও নগদ টাকা। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্ব গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেফতার দুজন হলেন তাসলিমা আক্তার ও রওশন আক্তার।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।
তিনি বলেন, শনিবার চোরেরা চমেক হাসপাতালের নিচ তলায় একজন রোগী ওষুধ কেনার সময় তার ভ্যানিটি ব্যাগ থেকে ১টি স্মার্টফোন ও নগদ ২ হাজার ৩৮০ টাকা চুরি করে নিয়ে যায়। পরে রাতে চমেক হাসপাতাল পূর্ব গেইট থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে।