ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সকল সংকট মোকাবেলার জাতীয় শক্তি

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে হুইপ স্বপন ।। এমপি জাফর সভাপতি, মুছা সম্পাদক নির্বাচিত

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, বাঙালি জাতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক পরামাত্মার সম্পর্ক। ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি জাতি হিসেবে বাঙালির যেসব মহৎ অর্জন তার প্রতিটির সঙ্গে আওয়ামী লীগের অবদান সর্বাপেক্ষা বেশি। আওয়ামী লীগ সমগ্র জাতিকে স্বপ্ন দেখিয়েছে, উজ্জ্বীবিত করেছে এবং সংগ্রাম, আন্দোলন, রক্তদান ও দেশ পরিচালনার মাধ্যমে সমগ্র জাতিকে সঙ্গে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে। সকল অর্জনের নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু এবং তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হুইপ এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা আ. লীগের সভাপতি ও সাংসদ জাফর আলম।
হুইপ স্বপন বলেন, বিশ্ব টালমাটাল অর্থনৈতিক অবস্থায় আজ সমগ্র মানব জাতির ন্যায় আমরা চরম সঙ্কট মোকাবেলা করছি। এই সঙ্কট মোকাবেলা করতে হলে আওয়ামী লীগের তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত ইস্পাত-দৃঢ় ঐক্য প্রয়োজন। যখনই আওয়ামী লীগে বিভাজন হয়েছে, তখনই জাতি দুর্যোগে পতিত হয়েছে। সুতরাং জাতির অস্তিত্বের স্বার্থে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই। ঐক্যবদ্ধ আওয়ামী লীগই সকল সঙ্কট মোকাবেলার জাতীয় শক্তি। চকরিয়ায় এমপি জাফর আলমের নেতৃত্বে আওয়ামী লীগ অনেকদূর এগিয়ে গেছে উল্লেখ করে হুইপ বলেন, নিঃসন্দেহে আপনাদের নেতা এমপি জাফর আলমের নেতৃত্বে চকরিয়ায় আওয়ামী লীগ অনেকদূর এগিয়ে গেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রথম অধিবেশনে উপজেলা আ. লীগের সভাপতি জাফর আলম এমপির সভাপতিত্বে ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আজিমুল হক আজিমের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান ও রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ, আশেক উল্লাহ রফিক এমপি, ব্যারিস্টার প্রশান্ত ভূষন বড়ুয়া, জেলার সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ দলের জেলা, চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় পুনরায় নির্বাচিত হন সাংসদ জাফর আলম। একাধিক প্রার্থী হওয়ায় সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন উপজেলার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মুছা।

পূর্ববর্তী নিবন্ধঐতিহাসিক এক অনুষ্ঠানে চার্লসকে ব্রিটেনের নতুন রাজা ঘোষণা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে প্রতিদিন পড়ছে ২৫০ টন বর্জ্য