চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির (সিসিএ) এক সভা গতকাল বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান নির্বাহী সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক সানু বিশ্বাস চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ২৪ সেপ্টেম্বর সিসিএ’র বার্ষিক আনন্দ সম্মিলন এর ব্যাপারে বিশদ আলোচনা হয়। সিসিএ’র প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের বার্ষিক এ মিলন মেলা সফল করার লক্ষ্যে সংগঠনের সভাপতি ডা. নূরুল আমিনকে প্রধান পৃষ্ঠপোষক এবং সহসভাপতি সাজেদুল আলম চৌধুরী মিল্টনকে চেয়ারম্যান, শফিকুল হককে কো-চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সানু বিশ্বাস চন্দনকে সদস্য সচিব করে একটি শক্তিশালী কমিটি করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হচ্ছেন আসলাম হোসেন, ঝুলন বৈষ্ণব, আমির বিন আবদুল্লাহ্, আফজাল হোসেন, মো. নূরুদ্দিন, আফরোজা বেগম, পার্বতী রাণি ও ফয়েজুল্লাহ্ সুমন। কমিটির পরবর্তী সভা আগামী শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে।












