ভারতীয় সংগীত তারকা হানি সিং শালিনী তলওয়ারের সঙ্গে ১০ বছরের সংসারের ইতি টেনেছেন। গতকাল দিল্লির সাকেত জেলা আদালতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়েছে। ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, শালিনী তলওয়ারকে ভরণপোষণ হিসেবে এক কোটি টাকা দিয়েছেন এই গায়ক।
দীর্ঘদিন স্ত্রী শালিনী তলওয়ারের সঙ্গে আইনি লড়াই চলছিল হানি সিংয়ের। স্বামীর বিরুদ্ধে পরকীয়ারও অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ দিন প্রেমের পর ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন হানি সিং ও শালিনী তলওয়ার।