বিএনপির নাশকতা মোকাবেলায় যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ

বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ মিছিল

আজাদী ডেস্ক | শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য, সন্ত্রাস, নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
৩৯ নং ওয়ার্ড : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, যুব সংগঠক এম আর আজিম বলেছেন, বিএনপি ও জামায়াতের সন্ত্রাসের প্রতিরোধে চট্টগ্রামের যুবলীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ। তাদের যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র, নাশকতামূলক কর্মকান্ড মোকাবেলায় চট্টগ্রাম মহানগর যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ। যুবলীগ ঐক্যবদ্ধ থেকে রাজপথে এ সকল চক্রান্ত, ষড়যন্ত্র মোকাবেলায় সর্বদা রাজপথে প্রস্তুত রয়েছে। গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য, সন্ত্রাস, নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
উক্ত বিক্ষোভ মিছিলটি ৩৯ নং ওয়ার্ডের আওতাধীন বন্দরটিলা থেকে শুরু হয়ে টিসিবি ভবন, নেভী কলোনী হয়ে ইপিজেড চত্বরে এসে যুব সমাবেশের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। বক্তব্য রাখেন আছিফুর রহমান মুন্না, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, সাদেক হোসেন, ফজলুল কবির সোহেল, মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদ, মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, ওমর খৈয়াম তৈয়ব, হামিদুর রহমান সাকিব, আলী রেজা পিন্টু প্রমুখ।
হেলাল আকবর চৌধুরী বাবর : মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল বিকালে অনুষ্ঠিত হয়। নন্দনকানন ডিসি হিল থেকে মিছিলটি শুরু হয়ে নিউ মার্কেট, স্টেশন রোড, সিআরবি, জুবিলী রোড প্রদক্ষিণ করে ডিসি হিলে এসে শেষ হয়। হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বিএনপি আন্দোলনের নামে সারা দেশে সাধারণ পথচারীসহ পুলিশের ওপর হামলা করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সরকারের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। চট্টগ্রামে বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দেওয়া হবে।
এতে বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ জাফর উল্লাহ, রিটু দাশ বাবলু, শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, মনোয়ার আলম নোবেল, রেজাউল হক রুবেল প্রমুখ। উপস্থিত ছিলেন খোকন চন্দ্র তাঁতী, সুজিত ঘোষ, এম এ আওয়াল, রতন মল্লিক, মনোয়ার জাহান মনির, প্রশান্ত চৌধুরী যিশু, এম কুতুবউদ্দীন চৌধুরী, সৌরভ বিকাশ বড়ুয়া, নাছির উদ্দীন ফাহিম, পঙ্কজ রায়, মোরশেদ আলম, মোহাম্মদ দেলোয়ার, সেলিম উদ্দীন জয়, মোহাম্মদ সাব্বির চৌধুরী প্রমুখ।
১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড : সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবলীগের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। ফইল্যাতলী বাজার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা কে এম শরীফ। সৈয়দ আশরাফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মো. এমরান, আরাফাত, দিলু, সুমন, আপন, অপু প্রমুখ। পরে একটি মিছিল বের করা হয়।
১৭ নং পশ্চিম বাকলিয়া : ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইউনুছ কোম্পানির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আলী নেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃত্বে দলে দলে মিছিল সহকারে চকবাজার ধুপির পুল চত্বরে প্রতিবাদ সমাবেশে যোগদান করে। বক্তব্য রাখেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আনসার আলী, সিরাজুুর রহমান, নাজিম উদ্দীন, সরোয়ার উদ্দিন, রহমত উল্লাহ ফরহাদ প্রমুখ।
২৮ নং ওয়ার্ড : চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা, ২৮ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আলোর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার নগরীর আগ্রাবাদে এ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে গণতন্ত্র রক্ষার নামে বিএনপি জামাতের নৈরাজ্য অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আলমগীর, মাসুদ খান খোকন, আব্দুল মতিন, মো. ফয়সাল আহমেদ, রনি, গিয়াস, রাসেল, ইবু, মারুফ হোসেন, মোছলেম উদ্দিন, ইকবাল, সুমন, হোসেন আলি, সাকু, জিসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগুরুতর অসুস্থ সাজেদা চৌধুরী হাসপাতালে
পরবর্তী নিবন্ধদ্রব্যমূল্য কমান মানুষের জীবন বাঁচান