রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাট-কাউখালী সড়কের দুই পাশে স্বেচ্ছাশ্রমে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় সড়কের দুই ধারে গাছগুলো লাগানো হয়। গতকাল শুক্রবার ভোরে স্থানীয় যুবক ও কিশোরদের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. সহিদুজ্জামান সাহেদ।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন তালুকদার বলেন, এক সময় এ এলাকায় প্রচুর গাছ ও বনাঞ্চল ছিল, যা বর্তমানে আর দেখা যায় না। রাস্তার পাশে বৃক্ষরোপন সত্যিই খুব প্রশংসনীয় কাজ। এতে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। গাছগুলো যাতে গরু ছাগলে ক্ষতি করতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।
উপ-সহকার কৃষি কর্মকর্তা মো. সহিদুজ্জামান সাহেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা গুরুত্বপূর্ণ। এলাকার তরুণ যুবকদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এ বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। আগামী সপ্তাহে একইভাবে রাস্তার পাশে এক হাজার তাল বীজ রোপণ করার ইচ্ছে রয়েছে। সকলের সহযোগিতা পেলে এই এলাকা কয়েক বছরের মধ্যেই সবুজে পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ্।