আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে মো. আদনান (৩) ও উম্মে হাবিবা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার বারশত ইউনিয়নের গুন্দীপ গ্রামের ছৈয়দনুর মেম্বারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুদের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দীন জানায়, গতকাল দুপুরে গুন্দীপ গ্রামের বাসিন্দা ফোরকান উদ্দিনের শিশু পুত্র মো. আদনান ও মহেশখালী উপজেলার ৫ নং ইউনিয়নের মিয়াজীর পাড়া গ্রামের বাসিন্দা (বর্তমানে সাবেক ইউপি সদস্য ছৈয়দনুরের বাড়ির ভাড়াটিয়া) ওয়াজ উদ্দিনের দেড় বছর বয়সী শিশু কন্যা উম্মে হাবিবা বাড়ির উঠানে এক সাথে খেল ছিল। এ সময় সবার অজান্তে দুই শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। পরে তাদের পুকুর থেকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল এশারের নামাযের পর দুই শিশুর নামাযে জানাজা শেষে দাফন করা হয়।












