চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘নারীর গৃহস্থালী কর্মের সামাজিক স্বীকৃতি ও রাষ্ট্রীয় উদ্যোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নগরীর খুলশীস্থ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী কাজিমুল ইসলাম। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার নুসরাত সুলতানা। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্ততাকুর রহিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে রেপোটিয়ার ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। মূল প্রবন্ধ উপস্থাপনকালে কাজী নাজিমুল ইসলাম বলেন, নারী হচ্ছে একটি পরিবারের অন্যতম প্রাণ শক্তি। নারীকে কেন্দ্র করে সকল সভ্যতা ও উন্নয়নের সূত্রপাত। মানবাধিকার, সমাজিক ন্যায়বিচার, সামাজিক সাম্য, সমাজকল্যাণ ও সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অন্যতম লক্ষ্য। নারীর গৃহস্থালি কর্মের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার ৫.৪ নং সূচক বাস্তবায়নকারী মূল দপ্তর সমাজকল্যাণ মন্ত্রণালয়। নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্যই সচেতনতামূলক এ সেমিনারের আয়োজন। নারীর গৃহকর্মের স্বীকৃতি ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য আলোচকগণ আলাচনায় অংশ নিয়ে বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা প্রতিষ্ঠায় সমাজের সকলকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। দেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান সুস্পষ্ট করার বিষয়ে মতামত ব্যক্ত করেন আলোচকবৃন্দ। সেমিনারে অন্যান্যের মাঝে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফরিদুল আলম, কক্সবাজার জেলার উপ-পরিচালক হাসান মাসুদ, রাঙ্গামাটি জেলার উপ-পরিচালক ওমর ফারুক, বান্দরবান জেলার উপ-পরিচালক মিল্টন মুহুরী, খাগড়াছড়ির উপ-পরিচালক মনিরুল ইসলামসহ চট্টগ্রাম বিভাগের অধীন সকল জেলার উপ-পরিচালক ও সহকারী পরিচালকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি ।