আনোয়ারার-কর্ণফুলীর ৭৫ মসজিদ-মন্দিরে ভূমিমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৯ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার ১৬ ইউনিয়নের ৭৫টি মসজিদ ও মন্দিরের উন্নয়ন কাজ পরিচালনার জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ এমপি ২ কোটি ৮০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। গতকাল রাতে ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম বিষয়টি নিশ্চিত করেন।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী জানান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির বরাদ্ধ থেকে আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের মসজিদ-মন্দিরসহ ৫৪টি ধর্মীয় প্রতিষ্ঠানে ১ কোটি ৬৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া কর্ণফুলী উপজেলার ৫ ইউনিয়নে ২০ টি ধর্মীয় প্রতিষ্ঠানে ১ কোটি ১৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন বলেন, আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে মন্দির নির্মাণ ও মন্দিরে অনুদান প্রদান অব্যাহত রাখায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে গতকাল ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের তালিকা প্রকাশের পর সংস্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, মুসল্লি ও স্থাানীয়রা ভূমিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিচারে এলো পি কে হালদারের প্রথম মামলা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ এইচএসসি ’৭৬ ব্যাচের সুহৃদ সম্মিলন