‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’- এ স্লোগানকে সামনে রেখে রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আশেকানে আউলিয়া কামিল মাদরাসার মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩৫০ জন শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ভেষজ চারা রোপণ ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা রিদুওয়ানুল হক। সঞ্চালনা করেন শেখ মুহাম্মদ আরিফুর রহমান। উদ্বোধক ছিলেন সেলিম জাবেদ। প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক লায়ন আব্দুল মন্নান। আলোচক ছিলেন, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন জাহেদুল করিম বাপ্পি সিকদার, কৃষিবিদ কাজী গোলাম মুস্তফা। বক্তারা বলেন, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ নিয়ে কাজ করার উৎসাহ জোগাবে। পরিবেশ রক্ষার আন্দোলন হিসেবে গাছের চারা রোপণ ও পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে। এতে উপস্থিত ছিলেন, মাওলানা ইমরান, মাওলানা দেলোয়ার, নুরুল ইসলাম, জিয়াউল হক আল মালেকী, মাসুক ইলাহী সহ রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।