ফের সংঘর্ষ, আহত ২০

জঙ্গল সলিমপুর অবৈধ স্থাপনা অপসারণকালে সন্ত্রাসীদের হামলা

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৯ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ফের হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এতে আনসার সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে রাবার বুলেটবিদ্ধসহ আহত অবস্থায় বেশ কয়েক জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জঙ্গল সলিমপুরের আলী নগরে র‌্যাব ক্যাম্প নির্মাণের জন্য স্থান নির্ধারণ করতে গেলে অতর্কিত এ হামলার ঘটনা ঘটে।
সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, গতকাল সলিমপুরে আমাদের উচ্ছেদ ছিল না। সড়ক ও সড়কের আশেপাশে ফুটপাত ও গ্যাসলাইন ঝুঁকিমুক্ত করার অভিযান ছিল। এরপর দুপুরে আলী নগর এলাকায় পরিদর্শনে যাই আমরা। কিন্তু প্রশাসনের লোকদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসীসহ স্থানীয় সন্ত্রাসীরা ইট পাটকেল ছুড়তে থাকে। পুলিশ বাধা দিলে তাদের ওপর চড়াও হয় গ্রামবাসী। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন।
আহতরা হলেন, আনসার সদস্য বাবুল মন্ডল (৩৫), স্থানীয় বাসিন্দা আমেনা বেগম (৩০), মো. আলী রাজ হাসান সাগর (২৪), আমেনা বেগম (৫০), মো. বাবুল (৩৫), মো. পারভেজকে (২৩), জানে আলম (৩২), মোকলেস (১৯), জয়নাল (২১)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, সীতাকুণ্ডের আলী নগরের ছিন্নমূল এলাকা থেকে রাবার বুলেটে আহত অবস্থায় আলী রাজ হাসান সাগর নামের এক যুবককে হাসপাতালের ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে আহত আরও পাঁচজনকে ২০ ও ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন আনসার সদস্য রয়েছেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, অবৈধ দখলদার সন্ত্রাসীরা আলীনগরের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশ ঠেকাতে চারিদিক থেকে অতর্কিত হামলা চালায়। তাদের উপর্যুপরি নিক্ষেপ করা ইটপাটকেলের আঘাতে ৩ পুলিশ কনস্টেবল,আনসার সদস্য ও আলীনগরের বেশ কয়েকজন নিরীহ বাসিন্দা আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে অবৈধ দখলদার ও সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে বিকেল সাড়ে পাঁচটার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
জেলা প্রশাসন সূত্র জানায়, দুর্গম জঙ্গল সলিমপুরের আলীনগর পাহাড়ে অবৈধ দখলে থাকা ৩ হাজার ১০০ একর খাস জায়গা উদ্ধারে অভিযান শুরু করে। ইতিমধ্যে কয়েক দফা অভিযানে ৭০০ একর জায়গা উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্নসহ সলিমপুর ও আলীনগরের প্রবেশমুখে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি ও চেক পোস্ট। সেখানে অবৈধভাবে চলাচলরত অর্ধশত যানবাহনকে জরিমানা করা হয়। অর্ধ শতাধিক বাসিন্দা বসতি ছেড়ে অন্যত্র সরে পড়েছে। যখন সরকারি নির্দেশনা মেনে জঙ্গল সলিমপুরের মানুষ অবৈধ বসতি ছাড়তে শুরু করে ঠিক তখনই ইয়াছিন বাহিনীর সদস্যরা তাদের এলাকা ছাড়তে বাধা দিচ্ছে। গত ৫ সেপ্টেম্বর জঙ্গল সলিমপুরের চেকপোস্টে দায়িত্বরত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের সহায়তায় ১০টি পরিবারকে নিরাপদে অন্যত্রে পৌঁছে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জঙ্গল সলিমপুরের আলীনগর বাসীর জ্ঞাতাথের্’ লিফলেট প্রচার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অবৈধ বসতি ছাড়তে বৃহস্পতিবার থেকে তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলে তাদের এলাকা ত্যাগে সহযোগিতা করা হবে। এরপরও কেউ সেখানে থাকলে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, আলীনগরের বেশকিছু বাসিন্দা সরকারি খাস জায়গার দখল ছেড়ে অন্যত্র চলে যেতে চাইলেও সেখানকার সন্ত্রাসী চক্র তাদের বাইরে বের হতে বাধা দিচ্ছে। তাঁরা আলীনগর ছাড়তে আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলে তাদের এলাকা ত্যাগে সহযোগিতা করতে গতকাল বৃহস্পতিবার সকালে আলীনগর এলাকায় অবস্থান গ্রহণ করি। দুপুরের মধ্যে ৫/৬টি পরিবারকে এলাকা ছেড়ে যেতে সহযোগিতা করা হয়। অভিযানে বায়েজিদ লিংক রোডের ফুটপাত, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) গ্যাস পাইপলাইনের উপর ও দুই পাশে অবস্থিত শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান বলেন, আলীনগরের চিহ্নিত ভূমিদস্যুরা সাধারণ মানুষকে এলাকা ছেড়ে যেতে দিচ্ছে না বলে অনেকেই আমাদের দফতরে এসে অভিযোগ করেছেন। তারা এলাকা ছাড়ার জন্য আমাদের সহযোগিতা চাইছেন। আমরা গতকাল থেকে আগামী তিন দিন ‘সেফ করিডোর প্রোগ্রাম’ চালু করেছি।
জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, জঙ্গল সলিমপুরের পরিবেশ-প্রতিবেশের ভারসাম্যসহ জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসান
পরবর্তী নিবন্ধদোহাজারীতে বাস চাপায় কিশোরের মৃত্যু