১৬ নং চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে নগর ছাত্রলীগের দুই গ্রুপের শ্লোগান-পাল্টা শ্লোগানে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক পর্যায়ে হলের বাইরে হাতাহাতির ঘটনাও ঘটেছে। সম্মেলনে এই ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর নুর মোস্তাফা টিনুকে মঞ্চে না তোলায় এবং বক্তব্য রাখতে না দেয়ায় চকবাজার ওয়ার্ড ও চট্টগ্রাম কলেজ-মহসিন কলেজ ছাত্রলীগের ছেলেরা তার প্রতিবাদে শ্লোগান দিতে দিতে সম্মেলনের ভেতরে প্রবেশ করে সভা মঞ্চের সামনে চলে যায়। সভার সামনে গিয়ে ছাত্রলীগের এই অংশের নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকলে এ সময় হলের মাঝমাঝি স্থানে আগে থেকেই অবস্থান নেয়া নগর ছাত্রলীগের অপর অংশের নেতাকর্মীরাও চেয়ারের উপর ওঠে শ্লোগান দিতে শুরু করেন। ছাত্রলীগের দুই গ্রুপের উত্তেজনায় সভার কার্যক্রমে বিঘ্ন ঘটে।
এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী এবং সহ সভাপতি খোরশেদ আলম সুজনের বক্তব্যদানে বিঘ্ন ঘটে। তাদের বক্তব্য কিছুই শোনা যায়নি শ্লোগানের কারণে। তাড়াহুড়ো করে তারা তাদের বক্তব্য শেষ করেন।
আ.জ.ম. নাছির উদ্দীন বক্তব্য দিতে উঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বাববার থামানোর চেষ্টা করেও থামাতে পারেননি। একই সময়ে মঞ্চের অন্যান্য নেতারাও চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় হলের বাইরে শ্লোগানের মাঝে হাতাহাতি এবং মারামারির ঘটনাও ঘটে।
কাউন্সিলর নুর মোস্তাফা টিনুর ক্ষোভ : সম্মেলনের মঞ্চের নিচে সামনের সাড়িতে বসা ছিলেন চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তাফা টিনু। সম্মেলনে তাকে বক্তব্য রাখতে না দেয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সম্মেলন শেষে তিনি বলেন, আমার ওয়ার্ড সম্মেলন। অথচ আমাকে বক্তব্য রাখতে দেয়নি। মঞ্চে ডাকেনি। আমার নামও পর্যন্ত বলেনি। আমি তো দলীয় কাউন্সিলর। আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন ও সমর্থন নিয়ে আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আমি সম্মেলনের সফলতা কামনা করে একটি ব্যানার দিয়েছি। আমার ব্যানারটি পর্যন্ত রাতে সরিয়ে ফেলতে চেয়েছিল। আমি আবার রাতে লোক পাঠিয়ে ব্যানার না সরানোর জন্য বলি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আনিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ১৬ নং চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।