৩শ বস্তা চালসহ ট্রাক জব্দ, যুবক আটক

সরকারি চাল পাচারের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৯ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

বান্দরবানে সরকারি চাল পাচারের সময় ৩শ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় জিকু (৩৫) নামে এক যুবককেও আটক করা হয়। বুধবা রাতে জেলা সদরের সুয়ালকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে বান্দরবান থেকে চট্টগ্রামে পাচারের সময় কেরানীহাট সড়কের সুয়ালক ইউনিয়নের জেলা পরিষদের টোল পয়েন্টে ট্রাকটি আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে প্রশাসন এবং পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চালসহ ট্রাকটি জব্দ করে সদর থানায় নিয়ে আসেন। এ সময় জিকু (৩৫) নামে একজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তি বান্দরবান বাজারের চাল ব্যবসায়ী মোহাম্মদ আলীর সহকারী।
স্থানীয়দের অভিযোগ, খাদ্য অধিদপ্তর এবং খাদ্য গুদাম কর্মকর্তাদের যোগসাজসে বান্দরবান বাজারের চাল ব্যবসায়ী মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি চোরাকারবারি সিন্ডিকেট চক্র নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর রেশনের চাল নিলামের মাধ্যমে ক্রয় দেখিয়ে দীর্ঘদিন ধরে হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দের ওএমএস এবং খাদ্যশস্যের চাল পাচার করে আসছে। বুধবারও নিলামের চালের কাগজ দেখিয়ে প্রতিটি ৫০ কেজি ওজনের ৩শ বস্তা (১৫টন) চাল নিয়ে ট্রাক (চট্ট মেট্রো ট-১১-৯৩৪৪) যোগে বান্দরবান থেকে পাচার করা হচ্ছিল। এর আগেও ১৫ ট্রাক চাল রাতের আঁধারে জেলার বাইরে পাচার করেছে সিন্ডিকেটটি।
তবে অভিযোগ অস্বীকার করে সিন্ডিকেটের হোতা মোহাম্মদ আলী বলেন, চালগুলো বিজিবি থেকে নিলামের মাধ্যমে নেয়া এবং এগুলো বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস বলেন, সরকারি চাল পাচারের অভিযোগে সুয়ালক টোল পয়েন্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। তাৎক্ষণিকভাবে উপযুক্ত বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৩শ বস্তা (১৫টন) চালসহ একটি ট্রাক জব্দ করা হয়। পাচারকাজে যুক্ত থাকায় একজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধভাগ্যবান কে জানা যাবে কাল
পরবর্তী নিবন্ধদোকান উচ্ছেদের প্রতিবাদে দেড় ঘণ্টা নগর ভবন ঘেরাও