জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগে কোয়ালিটি স্পোর্টস ক্লাব শুভসূচনা করেছে। গতবারের লিগে তৃতীয় স্থান অধিকারী দলটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অফিস দল বিসিআইসিকে। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব একচেটিয়া খেলে বিসিআইসিকে ধরাশায়ী করে। গতবার লিগেও বিসিআইসি সুবিধা করতে পারেনি। অষ্টম স্থান অধিকার করেছিল তারা। এবারো তারা প্রথম খেলায় আশাবাদী ভূমিকা রাখতে পারেনি। জানা গেছে অফিস দলটির উর্ধ্বতন মহল ক্রীড়া নিয়ে খুব একটা উৎসাহী নয়। যার ফলে ফুটবল দল গঠনও হয়েছে দায়সারাভাবে। সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম জানান অফিসিয়াল দলগুলোর বেশ কয়েকটি এবার কোনরকমভাবে গঠন করা হয়েছে। দলগুলোর জন্য কোন বাজেট নেই। অফিসিয়াল কর্মকর্তারা খেলা নিয়ে অনীহা প্রকাশ করছেন। ফলে টিম গঠনের ব্যাপারে তারা আগ্রহী নন। এবারের লিগে একসময়ের দাপট দেখানো অফিসিয়াল দলগুলোর খেলা দেখেই টিমের অবস্থান বোঝা যাচ্ছে। টিমগুলো এখন মাঠে নামছে সাবেক খেলোয়াড় এবং সাবেক সংগঠকদের উৎসাহের কারণে। এই সংগঠক আরো জানান প্রত্যেক সরকারি অফিসের ‘সামাজিক অঙ্গীকার’ রয়েছে খেলাধুলাসহ সাংষ্কৃতিক বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহন করার। একসময় তারা এগুলোতে আগ্রহী হলেও বর্তমান সময়ে তাদের সে আগ্রহে ভাটা পড়েছে। তারই নমুনা দেখা যাচ্ছে ফুটবলের দলগঠনের ব্যাপারে। এমন হলে খেলাধুলার ভবিষ্যত অন্ধকার হবে।
গতকালের খেলায় শুরু থেকেই কোয়ালিটি স্পোর্টস ক্লাব দাপট দেখায়। খেলার ৮ মিনিটেই তারা আক্রমনে উঠে। জীবন মিয়া সামনাসামনি কিপারকে পেয়েও গোল করতে পারেননি। ৩৩ মিনিটে কোয়ালিটির একের পর এক তিনদফা আক্রমন নস্যাৎ করে দেন বিসিআইসি কিপার আজাদ। কোয়ালিটির ক্রমাগত আক্রমনে বিসিআইসি রক্ষণভাগ দিশেহারা হলেও কিপার আজাদ দীর্ঘক্ষণ গোলবার অক্ষত রাখেন। অনেকগুলো আক্রমনই তিনি ঠেকিয়ে দেন। তবে ৪১ মিনিটের সময় আর রক্ষা করতে পারেননি আজাদ। কোয়ালিটির একটি আক্রমন থেকে বল আসে ছোট বঙের ভেতরে। সেখানে ছিলেন শাকিল মিয়া। তিনি গড়ানো শটে পরাভূত করেন আজাদকে। ১-০ গোলে এগিয়ে যায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে কোয়ালিটি গোল করার নেশায় মেতে উঠে। যদিও এ অর্ধে বিসিআইসি দু’একটি আক্রমনের চেষ্টা করে তবে তা সামাল দেয় কোয়ালিটি রক্ষণভাগ। এ অর্ধের ৯ মিনিটে কোয়ালিটির দেলোয়ার হোসেন নিশ্চিত গোলের সুযোগ হারান। তার কোনাকুনি শট বারের বাইরে দিয়ে চলে যায়। ১৬ মিনিটে আবারো মিস করেন দেলোয়ার। এবার বল পেয়ে উপর দিয়ে মেরে দেন তিনি।
২০ মিনিটে বিসিআইসি আক্রমনে উঠে। তবে হাবিবুরের শট গোলমুখে যায়নি। উপর দিয়ে চলে যায় তার শট। ৩৫ মিনিটে আবারো আক্রমনে উঠে বিসিআইসি। এবার জিসানের শট কোয়ালিটি কিপারের গায়ে লেগে প্রতিহত হয়। পাল্টা আক্রমনে কোয়ালিটি গোলসংখ্যা দ্বিগুন করে নেয়। বঙে থেকে শট নেন রোমান। বল জালে যায়(২-০)। ৪০ মিনিটে কোয়ালিটির শট বারের বাইরে দিয়ে গেলে আরেকটি সুযোগ নষ্ট হয় তাদের। চার মিনিট বাদে রোমান বক্সে ঢুকে কোনাকুনি বল ঠেলে দেন জালে (৩-০)। ইনজুরি টাইমে হতাশ বিসিআইসি আরো একটি গোল হজম করে নেয়। বঙের বাইরে থেকে শাকিল মিয়ার শট কিপারের হাতে লেগে গোল হয়ে যায় (৪-০)।
গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কোয়ালিটি স্পোর্টস ক্লাবের মোহাম্মদ রোমান। তাকে ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। প্রিমিয়ার ফুটবলে আজ বিকাল ৩.৩০ টায় মাদারবাড়ী উদয়ন সংঘ বনাম চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ পরস্পরের মোকাবেলা করবে।











