জঙ্গল সলিমপুর, আলীনগরসহ ভূপ্রকৃতি রক্ষায় স্পেশাল টাস্কফোর্স গঠনের অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে জঙ্গল সলিমপুর, আলীনগরসহ ভূপ্রকৃতি রক্ষায় অপ্রতিরোধ্য ভূমিকার জন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাতে গিয়ে উপরোক্ত অনুরোধ জানান সুজন।
শুভেচ্ছা বিনিময় শেষে সুজন বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই চট্টগ্রাম। চট্টগ্রামের সৌন্দর্যের প্রধানতম আকর্ষণ টিলা, পাহাড়সহ ভূপ্রকৃতি বছরের পর বছর ধরে ধ্বংস করছে এক শ্রেণীর লোভী অর্থলিপ্সু চক্র। তাই এসব টিলা, পাহাড়সহ চট্টগ্রামের ভূপ্রকৃতি রক্ষায় একটি স্পেশাল টাস্কফোর্স গঠনের প্রয়োজন রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সুজনকে তার দপ্তরে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি নাগরিক উদ্যোগের প্রতিটি প্রস্তাবনার সাথে সম্পূর্ণ সহমত পোষণ করে বলেন, সত্যিকার অর্থে এসব প্রস্তাবনা প্রণয়ন করা গেলে চট্টগ্রাম শহরটি একটি দৃষ্টিনন্দন শহরে পরিণত হবে। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, সাইদুর রহমান চৌধুরী, মো. হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।