রাঙামাটিতে ৭৫৩ জনকে শিক্ষা বৃত্তি দিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

২০২০-২১ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৭৫৩ জন মেধাবী, অনগ্রসর ও গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার, বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা মো. জসীম উদ্দিন (উপসচিব), বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা। বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার বলেছেন, পার্বত্যাঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা আগামীতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, সমাজে ও নিজের এলাকায় গুরুত্বপূর্ণ দািয়ত্ব পালন করবে। যারা এ শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত হয়েছে তারা সকলে ভাগ্যবান। শিক্ষার ক্ষেত্রে পার্বত্যাঞ্চলের মানুষ কেউ পিছিয়ে থাকবে না সে লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। এছাড়া বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী শিক্ষাবৃত্তির পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জানিয়েছে, শিক্ষাবৃত্তির জন্য তিন পার্বত্য জেলার মোট ৮৯২৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রাপ্ত সকল আবেদন অনলাইন অটোমেশন পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে যাচাই-বাছাই করে তিন পার্বত্য জেলার মোট ২২২৩ জন মেধাবী, গরীব ও অনগ্রসর শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে রাঙামাটি পার্বত্য জেলার ৭৫৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। ইতোমধ্যে বান্দরবান পার্বত্য জেলার ৭৩৩ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। কলেজ পর্যায়ের প্রত্যেককে এককালীন ৭ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের সদস্য (পরিকল্পনা) মো. জসীম উদ্দিন (উপসচিব)। শিক্ষার্থীদের পক্ষে ২ জন অনুভূতি প্রকাশ করেন। আগামী ১১ সেপ্টেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী, অনগ্রসর ও গরীব শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ
পরবর্তী নিবন্ধদোহাজারীতে ইউসিবির ক্রীড়া সামগ্রী বিতরণ