চোরাই মোবাইল ক্রয় চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, ২১৬ মোবাইল উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার ভাসমান চোরাই মোবাইল মার্কেটে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় চোরাই মোবাইল ক্রয় চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চোরাইকৃত ২১৬ টি মোবাইল সেট। গতকাল ভোররাতে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম অভিযানটি পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল আওয়াল রানা, মো. জাবেদ, মো. ফরহাদ, মো. হানিফ, মো. কামরুল ইসলাম, মো. আবু তাহের রুবেল, মো. বাপ্পী, মো. ইয়াছিন আলম, মো. উজ্জল ও মো. মাসুদ। কোতোয়ালী থানার এসআই মো. মোমিনুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরাতন রেলওয়ে স্টেশনের ৭ নম্বর বাস কাউন্টারের সামনের রাস্তার পাশে ফুটপাতের উপর অবৈধ চোরাই ও ছিনতাইকৃত মেবাইল সেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে চোরাই মোবাইল ক্রয় চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং ২১৬ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে অবৈধ ভারতীয় শাড়িসহ আটক ৩
পরবর্তী নিবন্ধসিএসইতে ৯১.৫৬ লাখ শেয়ার হাতবদল