সীতাকুণ্ডে বাবা খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার আদালতে দায় স্বীকার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বাবাকে খুনের ঘটনায় ছেলে মোহাম্মদ হেলালকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ভাটিয়ারীর বউ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে গতকাল আদালতে উপস্থাপন করা হলে মোহাম্মদ হেলাল ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। কোর্ট পরিদর্শক জাকির হোসেন আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশের একটি টিম মোহাম্মদ হেলালকে আদালতে উপস্থাপন করলে সে জবানবন্দি দিতে রাজি হয়। একপর্যায়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। হেলাল সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের বাসিন্দা। আদালত সূত্র জানায়, গত মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনার জেরে বাবা হেলাল হোসেনকে ছুরিকাঘাত করে ছেলে মো. হেলাল। পরে গুরুতর আহত অবস্থায় বেলাল হোসেনকে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধফুটপাত ও সড়ক দখল ৬ ব্যক্তিকে জরিমানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আদায়ে গতি