ফুটপাত ও সড়ক দখল ৬ ব্যক্তিকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

নগরীর কদমতলীতে ফুটপাত ও সড়ক দখল করে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ৬ ব্যক্তির বিরুদ্ধে ৬টি মামলা হয়েছে। এসব মামলায় তাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিএমপির একটি টিম সহায়তা প্রদান করেন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদুবাই ফেরত যাত্রীর কাছ থেকে বিপুল সিগারেট উদ্ধার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাবা খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার আদালতে দায় স্বীকার