দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে বিপুল সিগারেট উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০১ পূর্বাহ্ণ

গোপন সংবাদের ভিত্তিতে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়েছে। গতরাত সোয়া ৯ টা নাগাদ দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের যাত্রী মোহাম্মদ জাসেদুল আলমের কাছ থেকে ৩০৩ ব্র্যান্ডের ২২৪ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম উক্ত যাত্রীর লাগেজ তল্লাশি করে প্রায় সাত লাখ টাকা দামের সিগারেটগুলো জব্দ করে। জাসেদুলের বাড়ি ফটিকছড়ি বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধফুটপাত ও সড়ক দখল ৬ ব্যক্তিকে জরিমানা