পটিয়ায় বিমান ধর (৪২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিমান ধর উপজেলার ধলঘাট ইউনিয়নের বনিক পাড়ার দুলাল ধরের বড় ছেলে। জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিমান ধর চট্টগ্রামের রাহাত্তারপুল এলাকার সৌদিয়া গোল্ড ফ্যাশন নামের তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে পটিয়ায় গ্রামের বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহড়া এলাকায় তিনি আক্রান্ত হন। পরে স্থানীয়রা তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পটিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও হত্যায় ব্যবহৃত একটি ধারালো লম্বা দা উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় নিহত ব্যবসায়ীর কাছে থাকা টাকা, মোবাইল ও ব্যাগ অক্ষত ছিল। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে কী কারণে স্বর্ণ ব্যবসায়ী বিমান ধর খুন হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত ব্যবসায়ীর পরিবারের ধারণা, নগরীতে তার ব্যবসায়িক শক্র রয়েছে। এ শক্রতার কারণে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে পারেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিমান ধরের লাশের সৎকার গতকাল সন্ধ্যা ৭টায় তার নিজ বাড়িতে সম্পন্ন হয়। অরিত্রি (১৩) ও অয়ন (৯) তার দুই সন্তান রয়েছে।
নিহত বিমান ধরের পিতা দুলাল ধর জানান, আমার ছেলেকে ব্যবসায়িক শক্রতার কারণেই হত্যা করা হয়েছে। আমি এর সঠিক বিচার ও শাস্তির দাবি জানাচ্ছি।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, বিমান ধরের লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যত দ্রুত সম্ভব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।












