নাটকীয়তার ম্যাচে পাকিস্তানের জয়

এশিয়া কাপ ।।। ফাইনালে বাবরদের সঙ্গী শ্রীলংকা

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৪:১৫ পূর্বাহ্ণ

চরম নাটকীয় এক ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। দলের বাঘা বাঘা সব ব্যাটসম্যানরা ব্যর্থতার মিছিলে শামিল হলেও নাসিম শাহ দুই বলে দুই ছক্কা মেরে পাকিস্তানকে এনে দেন অসাধারণ এক জয়। সে সাথে দলকে পৌঁছে দেন ফাইনালে। গতকাল সুপার ফোর পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। ফাইনালে তাদের সঙ্গী শ্রীলংকা। যদিও সুপার ফোর পর্বে দুদলের ম্যাচটি বাকি আছে এখনো। আর সেটি এখন কেবলই আনুষ্ঠানিকতার ম্যাচে পরিণত হয়েছে।

পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ এই ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা। আফগানরা যখন ব্যাট করছিল তখন শুরুতে মনে হচ্ছিল রানের পাহাড় হবে। কিন্তু পরে দেখা গেল ১২৯ রান করতে সক্ষম হয় আফগানরা। আর পাকিস্তানের জন্য সে টার্গেট একেবারে মামুলি মনে হলেও সময় যতই গড়াচ্চিল ততই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যাচ্ছিল আফগানদের হাতে। কিন্তু ক্রিকেটে চিরন্তন প্রবাদ ‘গৌরবময় অনিশ্চয়তার খেলা’ সেটা যেন আরো একবার সত্যি হলো। চরম নাটকীয়তার পর জয়টা শেষ পর্যন্ত পাকিস্তানেরই। আর হেরে বিদায় নিতে হলো আফগানিস্তানকে। পাকিস্তানের বিপক্ষে টিটোয়েন্টি ম্যাচ জেতা হলো না আফগানদের এবারেও। তবে এই ম্যাচটি জিততে পারলে ফাইনালে খেলার একটা সম্ভাবনা জিইয়ে থাকতো আফগানদের জন্য। যা শেষ পর্যন্ত আর হলো না।

টসে হেরে ব্যাট করতে নামা আফগানিস্তান শুরুটা ঝড়ের বেগে করেছিল। কিন্তু ৩৬ রানের বেশি যোগ করতে পারেননি দুই ওপেনার । ১১ বলে ২টি ছক্কায় ১৭ রান করা রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন হারিস রউফ। পরের ওভারে আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাইকে ফেরান হাসনাইন। ১৭ বলে ২১ রান করেন এই ওপেনার। এরপর জুটি গড়েন ইব্রাহিম জাদরান এবং করিম জানাত। বেশ ভালই এগিয়ে যাচ্ছিলেন দুজন। যদিও শুরুর দিকের চাইতে রানের চাকা কিছুটা কম ঘুরছিল। ৩৫ রান যোগ করেন দুজন। ১৯ বলে ১৫ রান করা করিম জানাতকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন মোহাম্মদ নেওয়াজ। ইব্রাহিম জাদরান এবং নাজিবুল্লাহ জাদরানকেও বেশিদুর এগুতে দেননি শাদাব খান। ১১ বলে ১০ রান করা নাজিবুল্লাহ জাদরানকে ফখর জামানের ক্যাচে পরিণত করে ফেরান সাদাব। পরের ওভারে দ্বিতীয় স্পেলে বল করতে এসে নাসিম শাহ প্রথম বলে বোল্ড করে ফেরান আফগান অধিনায়ক মোহাম্মদ নবীকে। দ্বিতীয় স্পেলে বল করতে এসে ইব্রাহিম জাদরানকে থামান হারিস রউফ। উইকেটের পেছনে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩৭ বলে ৩৫ রান করেন ইব্রাহিম। সময় যতই গড়িয়েছে ততই রানের চাকা স্লথ গতির হয়েছে। যদিও শেষ পর্যন্ত ১২৯ রান করতে সক্ষম হয় আফগানিস্তান। রশিদ খান ১৫ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ১০ বলে ১০ রান করে অপরাজিত থাকেন আজমতুল্লাহ। পাওয়ার প্লের ৬ ওভারে ৪৮ রান তুলে নেওয়া আফগানরা প্রথম দশ ওভারে তুলে ৭২ রান। পরের ১০ ওভারে মাত্র ৫৭ রান করতে সক্ষম হয় আফগানিস্তান। পাকিস্তানের পক্ষে ২টি উইকেট নিয়েছেন হারিস রউফ।

১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই এলবিডব্লিউর শিকার হয়ে ফিরেন বাবর আজম। টুর্নামেন্টের পুরো চার ম্যাচেই ফ্লপ পাকিস্তান অধিনায়ক। এই ম্যাচে রানের খাতাও খুলতে পারলেন না। রিজওয়ানকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না ফখর জামানও। রান আউট হয়ে যখন ফিরেন তখন তার সংগ্রহ ৯ বলে ৫ রান। পুরো টুর্নামেন্টে হাসেনি তার ব্যাটও। পাওয়ার প্লেতে পাকিস্তান সংগ্রহ করে ২ উইকেটে ৩৫ রান। দলকে টানতে পারেননি সবচাইতে সফল ব্যাটসম্যান রিজওয়ানও। রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ২৬ বলে করে আসেন ২০ রান। দলকে অনেক্ষন ধরে টানতে থাকা ইফতেখার ফিরেছেন হাত খুলে মারার সময়ে। ৩৩ বলে ৩০ রান করা ইফতেখার উইকেট দিয়ে আসেন ফরিদ আহমেদকে। একই পথে হাটলেন শাদাব খানও। যেই হাত খুলে মারতে শুরু করলেন ঠিক তখনই রশিদ খানকে উইকেট দিয়ে এলেন ২৬ বলে ৩৬ রান করা সাদাব। ভারতের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলা নেওয়াজও হলেন ব্যর্থ। ফিরেছেন ৪ রান করে। ম্যাচটা ক্রমশ কঠিন হয়ে উঠছিল পাকিস্তানের জন্য। দ্বিতীয় স্পেলে বল করতে আসা ফারুকী ওভারের শেষ বলে ফেরান খুশদিল শাহকেও। শেষ দুই ওভারে পাকিস্তানের তখন দরকার ২১ রান। হারিস রউফ এসে খেললেন মাত্র একবল। আসিফ আলিও পারলেননা দলকে জেতাতে। ফিরেছেন ৮ বলে ১৬ রান করে। শেষ ওভারে পাকিস্তানের রান দরকার ১১। উইকেটও শেষটা। বল হাতে সবচাইতে সফল বোলার ফারুকী। প্রথম বলটা ফুলটস করলেন ফারুকী। আর সেটাকে লং অফ দিয়ে পাঠালেন মাঠের বাইরে। । ৫ বলে তখন দরকার ৫ রান। দ্বিতীয় বলটাকেও উড়িয়ে মাঠের বাইরে পাঠিয়ে দলকে এক উইকেটে জিতিয়ে ফাইনালে নিয়ে গেলেন নাসিম শাহ। ৪ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

পূর্ববর্তী নিবন্ধ বিনামূল্যে ট্রানজিট সুবিধার প্রস্তাব ভারতের
পরবর্তী নিবন্ধলোহাগাড়ার সাবেক ওসি শাহজাহানের স্ত্রীর দেড় কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ