৩৭৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে

টিকিট প্রিন্টিং প্রেস এলাকায় উচ্ছেদ অভিযান ৪৫ কোটি টাকার রেলের জমি উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৪:০৬ পূর্বাহ্ণ

রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলীস্থ টিকিট প্রিন্টিং প্রেস এলাকায় অবৈধভাবে গড়ে তোলা সেমিপাকা, পাকা ও টিনশেড ৩৭৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ। ১ হাজার ২৫০ জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করে উদ্ধার করা হয়েছে ২ দশমিক ৩৭ একর জায়গা রেলের জমি। উদ্ধারকৃত জমির পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা বলে জানা গেছে। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট প্রিটিং প্রেস এলাকায় দীর্ঘদিন রেলের ২ দশমিক ৩৭ একরের বেশি জায়গা অবৈধভাবে দখল করে অবৈধভাবে গড়ে তোলা সেমিপাকা, পাকা ও টিনশেড ঘর তৈরি করে কেউ কেউ বসবাস করছেনআবার কেউ কেউ ভাড়া দিয়েছেন। এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেনরেলওয়ের বিভাগীয় প্রকৌশলী২ মো. রফিকুল ইসলাম, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শাকের আহমেদ, সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা মো. শহীদুজ্জামান, সহকারী নির্বাহী প্রকৌশলী রাম নারায়ণ ধর। রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগ, প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, খুলশী থানা পুলিশ, সিটিএসবি, পাহাড়তলী পুলিশ ফাঁড়ি, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম আজাদীকে বলেন, গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের টিকিট প্রিন্টিং প্রেস এলাকা থেকে ২ দশমিক ৩৭ একর জায়গা উদ্ধার করা হয়। সেখানে অবৈধ দখলদারদের সেমিপাকা, পাকা ও টিনশেডসহ ৩৭৭টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ করা হয়েছে ১ হাজার ২৫০ জন অবৈধ দখলদারকে। রেলওয়ের জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদুবাই ফেরত যাত্রীর কাছ থেকে ৭ লাখ টাকার সিগারেট জব্দ
পরবর্তী নিবন্ধচেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিলেন ৯ জন