ফটিকছড়ির ফেনী নদী থেকে মিঠুন বড়ুয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) ভুজপুর বাগান বাজার ইউনিয়নের নলুয়া সীমান্ত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্নাপালক ইউনিয়নের শ্যামা চরনের পুত্র।
সূত্রে জানা যায়, মিঠুন বড়ুয়া দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফ-এর ধাওয়া খেয়ে গত শুক্রবার ফেনী নদীতে পড়ে নিখোঁজ হন।
আজ বুধবার উপজেলার নলুয়া সীমান্তে ফেনী নদীতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
ভূজপুর থানার তদন্ত অফিসার আবুল কালাম জানান, জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।












