দেশে কোভিডের নতুন উপধরন শনাক্ত

| বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২১ পূর্বাহ্ণ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তিন বাংলাদেশির শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের নতুন উপধরন শনাক্ত করেছেন, যা ইতোমধ্যে অন্যান্য দেশে শনাক্ত হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক আব্দুর রশিদ এ কথা জানান। তিনি জানান, গত রোববার জিনোম সেন্টারের একদল গবেষক যশোরের তিনজন আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সংগৃহীত ভাইরাসের আংশিক (স্পাইক প্রোটিন) জিনোম সিকুয়েন্সের মাধ্যমে করোনার নতুন এই উপধরন শনাক্ত করেছেন। খবর বিডিনিউজের।

গবেষক দলের বরাতে তিনি জানান, আক্রান্ত তিনজন পুরুষ, যাদের একজনের বয়স ৫৫ এবং বাকি দুজনের ৮৫ বছর। তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের শরীরে জ্বর, গলা ব্যথা, সর্দিকাশিসহ বিভিন্ন মৃদু উপসর্গ রয়েছে। ২২উ:ঙসরপৎড়হ/ইঅ..৭৫ নামের ওমিক্রনের এই উপধরন জুলাই মাসে ভারতে প্রথম শনাক্ত হয়েছে। এছাড়া গত আগস্ট মাসে এই উপধরন বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হয়। ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাও এই সাবভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হচ্ছেন। আগামী দিনে এই উপধরন বর্তমানে সংক্রমণশীল অন্যান্য উপধরনের তুলনায় বেশি সংক্রমণ ঘটাতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, এই সাবভ্যারিয়েন্টটি (উপধরন) মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে সক্ষম। এজন্য মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে করোনাকালীন স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। তিনি জানান, অচিরেই পূর্ণাঙ্গ জিনোম সিকুয়েন্স করে এ বিষয়ে আরও তথ্য জানা সম্ভব হবে এবং এই সাবভ্যারিয়েন্ট শনাক্তকরণের কাজ জিনোম সেন্টারে অব্যাহত থাকবে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদের নেতৃত্বে করোনার নতুন এই উপধরন শনাক্তে গবেষক দল কাজ করেছে।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানহাট ওভারব্রিজের নিচ থেকে দুই শতাধিক দোকান ও ঘর উচ্ছেদ
পরবর্তী নিবন্ধদুদিন বন্ধের পর সীমান্তে ফের গোলাগুলি