মাদ্রাসার অধ্যক্ষসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

জালালাবাদে পাহাড় কেটে ঘর নির্মাণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৯ পূর্বাহ্ণ

নগরীর জালালাবাদ আরেফিন নগরে অনুমোদহীনভাবে পাহাড় কাটার দায়ে একটি মাদ্রাসার অধ্যক্ষসহ ১১ জনের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে গতকাল মঙ্গলবার মামলাটি দায়ের করেন।

সংশ্লিষ্টরা জানান, গত ২৪ আগস্ট ও ১ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের একটি টিম আরেফিন নগর তালীমুল কোরআন মাদ্রাসা সংলগ্ন এলাকা পরিদর্শন করে। এসময় পাহাড় কেটে বসবাসের ঘর নির্মাণ, পাহাড়ে পানির কূপ তৈরি, পাহাড় কেটে রাস্তা তৈরি করাসহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্পটে পাহাড় কাটার প্রমাণ পায়। সবমিলিয়ে সেখানে এক লক্ষ ঘনফুট পাহাড় কাটা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন দৈনিক আজাদীকে বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় তা’লীমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়বের সার্বিক দিক নির্দেশনায় পাহাড় কাটা হয়েছে। পাহাড় কাটার জন্য কোন অনুমতিও গ্রহণ করা হয়নি।

এদিকে পাহাড় কেটে করে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার মারাত্মক ক্ষতিসাধন করায় শুনানির জন্য আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়বকে নোটিশ প্রদান করা হয়। কিন্তু গত ২৫ আগস্ট শুনানির ধার্যকৃত দিনে উপস্থিত হননি। ফলে সার্বিক বিবেচনায় মামলা দায়েরের সিদ্ধান্ত দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস।

মামলার আসামিরা হচ্ছেন তা’লীমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব, নির্বাহী পরিচালক মোস্তাক আহমেদ, মো. আজিজুল হক, নুরানী বিভাগের বিভাগীয় প্রধান আবদুল মান্নান, আবদুল মাবুদ, মো. ইমরান হোসেন, মাদ্রাসার খাদ্য বিভাগের পরিচালক আনছার উল্লাহ, রোকেয়া বেগম, সিপতাহুল জান্নাত, কামরুন নাহার, দেলোয়ার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী গ্যাসের সাবেক উপ-মহাব্যবস্থাপকের স্ত্রীকে কারাগারে প্রেরণ
পরবর্তী নিবন্ধদেওয়ানহাট ওভারব্রিজের নিচ থেকে দুই শতাধিক দোকান ও ঘর উচ্ছেদ