পাকিস্তানের এশিয়া কাপ শুরু হয়েছিল হার দিয়ে। আর আফগানিস্তানের জয় দিয়ে। গ্রুপ পর্বে দুর্বল হংকংকে হারিয়ে সুপার ফোর পর্বে জায়গা করে নেয় পাকিস্তান। অপরদিকে গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে সুপার ফোরে আসে আফগানিস্তান। সুপার ফোর পর্বেও দু দলের ভিন্ন পথ চলা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে যেখানে শুরু করেছে পাকিস্তান সেখানে আফগানিস্তান শুরু করেছে শ্রীলংকার বিপক্ষে হার দিয়ে। তাই আজকের ম্যাচে এই দুই দলের লক্ষ্য অভিন্ন। আর তা হচ্ছে জয় তুলে নেওয়া। আর সেখানেও আবার দু দলের ভিন্ন লক্ষ্য। পাকিস্তানের লক্ষ্য যেখানে আফগানদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করা সেখানে আফগানদের লক্ষ্য এই ম্যাচে জিতে টুর্নামেন্টে টিকে থাকা। এই ম্যাচে জিতলেই পাকিস্তানের ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
অপরদিকে ফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া বিকল্প পথ নেই আফগানিস্তানের। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।