মোরাপত্র লেখক সমাজ (মোপলেস), চট্টগ্রামের উদ্যোগে তিনজন মহিয়সী নারী বেগম রোকেয়া-বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার, শহীদ জননী জাহানারা ইমামকে নিবেদিত এক আলোচনা সভা গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। লেখক ও সংগঠক সজল দাশের সঞ্চালনায় এবং তপন কান্তি সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়’৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. আর কে রুবেল। উদ্বোধক ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। প্রধান আলোচক ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টি জেএসপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত। অতিথি ছিলেন জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আর কে দাশ রূপু। আলোচক ছিলেন শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার অজিত কুমার শীল, কবি ও সংগঠক আশীষ সেন। স্বাগত বক্তব্য রাখেন মোপলেস এর প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। বক্তব্য রাখেন কবি ও সংগঠক আসিফ ইকবাল, অনুপ পালিত রাসু, রাজেন দে, চাটগাইয়্যা নওজোয়ানের অর্থ সম্পাদক মো. মঞ্জুর আলম, তন্ময় কানুনগো, মোপলেস এর সাধারণ সম্পাদক নিলয় দে। এতে উপস্থিত ছিলেন মো. সাইফুদ্দীন, সাংবাদিক ইমরান সোহেল, শিল্পী কাকলী দাশ গুপ্তা, মো. আবু তাহের, মো: জাফর আলম। প্রেস বিজ্ঞপ্তি।