রাঙ্গুনিয়া ক্লাবে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি

| বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৩:৪৯ পূর্বাহ্ণ

তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পৃষ্ঠপোষকতায় রাঙ্গুনিয়া ক্লাবের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ গতকাল মঙ্গলবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া ক্লাবের সভাপতি মফিজুল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান স্বজন কুমার তালুকদার। ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, জেলা পরিষদের সাবেক সদস্য মো. কামরুল ইসলাম চৌধুরী, উত্তরজেলা আ.লীগের সদস্য আকতার হোসেন খাঁন, মাসুদ নাসির, বদিউল খায়ের লিটন চৌধুরী, মো. জরীপ আলী, তারেক চৌধুরী, তমিজ উদ্দিন খান, খাইরুল আরফাত মিনা, মুহাম্মদ মোহসিন, রিফাত চৌধুরী, শওকত হোসেন চৌধুরী, মো. রোশন আলি খান, এসকান্দর শাহ, প্রশিক্ষক মো. রুবেল, প্রশিক্ষনার্থী ইসরাত জাহান, নুরুল হাসনাত প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের ১৯ তম কম্পিটার কোর্সে অংশগ্রহণকারী ৬১ জন শিক্ষার্থীকে সনদ তুলে দেন অতিথিবৃন্দ। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ৮০০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ শেষে সনদ পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধছয় বছর ধরে আত্মগোপনে অবশেষে গ্রেপ্তার সেই ব্যবসায়ী
পরবর্তী নিবন্ধমোপলেসের আলোচনা সভা