পথসভায় বক্তারা

সকল প্রতিষ্ঠানের নামফলক বাংলায় করতে হবে

| বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৩:৪৪ পূর্বাহ্ণ

বাংলা ভাষা প্রচলনের উদ্যোগে সদরঘাট কালীবাড়ি মোড় ও নিউ মার্কেটের সামনে পথসভায় বক্তারা বলেছে, আগামী ডিসেম্বর মাসের অগে সংবিধান, আদালতের নির্দেশ মেনে বাংলায় নামফলক লিখতে হবে। গত ৪ সেপ্টেম্বর এই পথসভায় বক্তারা এসব বলেন। বীর মুক্তিযোদ্ধা ডা. এ কে এম মঈনুদ্দীন খানের সভাপতিত্বে, শব্দনোঙরের পরিচালক আবৃত্তিশিল্পী দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা-গবেষক ডা. মাহফুজুর রহমান। বক্তব্য দেন, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, মশিউর রহমান খান, কাজী রাজেস ইমরান, রোকন উদ্দিন, চৌধুরী জসিমুল হক, মুহাম্মদ আবদুর সবুর, জানে আলম, ডা. আর কে রুবেল, শিল্পী নারায়ণ দাশ, লিটন ব্যানার্জী, এনামুল হক, মো. কাইছার উদ্দিন, আশফাক উদ্দিন জারিফ প্রমুখ। পরে সদর ঘাট কালীবাড়ি মোড় থেকে মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিনা টিকেটে ট্রেনে ভ্রমণের মূল্য পরিশোধ ষাটোর্ধ্ব এমদাদুলের
পরবর্তী নিবন্ধছয় বছর ধরে আত্মগোপনে অবশেষে গ্রেপ্তার সেই ব্যবসায়ী