নটী বিনোদিনী হয়ে আসছেন রুক্মিনী

| মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৩৮ পূর্বাহ্ণ

পরনে গেরুয়া পোশাক, ঝুলছে উপবীত, কপালে চন্দনের তিলক, মাথায় কোঁকড়া চুল একটি পোস্টারে এমন লুকে ধরা দিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রুক্মিনী মৈত্র। কিন্তু এমন সাজে সজ্জিত হলেন কেন দেবের প্রেমিকা? মূল বিষয় হলো, বিনোদিনী দাসীর জীবনী বড় পর্দায় নিয়ে আসছেন রামকমল মুখার্জি। সিনেমার নাম ‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’। আর এ সিনেমার ফার্স্ট লুকে বিনোদিনী দাসী হয়ে ধরা দিয়েছেন রুক্মিনী।
সিনেমাটির জন্য দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করছেন রুক্মিনী। শিখেছেন ধ্রুপদী নৃত্য, সেইযুগের লেখা নানা বই পড়ছেন। বিনোদিনীকে নিয়ে এককথায় রিসার্চ করছেন নায়িকা। এ অভিনেত্রী বলেন, এই চরিত্র আমার কাছে স্বপ্নের মতো। যেদিন রামকমলদা জানিয়েছেন, উনি নটী বিনোদিনী বানাতে চান, সেদিন নিশ্চিতভাবে জানতাম ওনার দৃষ্টিভঙ্গি একদম অন্যরকম হবে।
রামকমলদার উপর চোখ বন্ধ করে ভরসা করেছি। দুই বছর আগে এই সিনেমার কাজ শুরু হতো। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়।
রুক্মিনীর প্রশংসা করে পরিচালক রামকমল মুখার্জি বলেন, সিনেমার বাজেটের জন্য গত দুই বছর ধরে অনেক সংগ্রাম করেছি। আর এই সফরে আমার সঙ্গে যে মানুষটি পাহাড়ের মতো অটল থেকেছে, সে রুক্মিনী। আমার কাজ দেখে রুক্মিনী ভরসা রেখেছে, আমি বাংলা রঙ্গমঞ্চের এমন এক ব্যক্তিত্বের জীবনী পর্দায় তুলে ধরতে পারব। আমি সত্যিই গর্বিত যে, রুক্মিনী আমার বিনোদিনী।
সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন দেবের প্রযোজনা প্রতিষ্ঠান। অভিনেতা বলেন, রামকমল মুম্বাইয়ের একজন প্রতিষ্ঠিত ফিল্মমেকার। রামকমল যে রুক্মিনীকে নিয়ে এই সিনেমা নির্মাণের পরিকল্পনা করছে, তা আমি জানতাম না। ওরা পোস্টারের টিজার শেয়ার করার পর পুরো ব্যাপারটা জানতে পারি। আমার কাছে সবকিছু গোপন রেখেছিল। এই প্রজেক্টের জন্য ওদের ভালোবাসা আর প্যাশন দেখে আমি মুগ্ধ, তাই এমন একটা প্রজেক্টের সঙ্গে নিজেকে যুক্ত না করে পারলাম না। এ ধরনের সিনেমা আজকাল হয় না, নটী বিনোদিনীর মতো সংবেদনশীল ব্যক্তিত্বকে নিয়ে সিনেমা তৈরি করতে সাহস লাগে। আমি নিশ্চিত রামকমল আর রুক্মিনী পর্দায় ম্যাজিক দেখাবে।

পূর্ববর্তী নিবন্ধ২০০তম পর্বে ‘অনলাইন অফলাইন’
পরবর্তী নিবন্ধইমন সাহার পরিচালনায় পূজায় আসছে নতুন গান