কানাডায় ছুরি হামলায় নিহত ১০, আহত ১৫

| মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৩৩ পূর্বাহ্ণ

কানাডার আদিবাসী সমপ্রদায় অধ্যুষিত জনবিরল সাসকাচোয়ান প্রদেশে এলোপাতাড়ি ছুরি হামলায় ১০ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে ১৩টি এলাকায় এসব হামলার ঘটনার পর পুলিশ দুই সন্দেহভাজনের খোঁজে অভিযান শুরু করেছে। হামলার ঘটনা কানাডার সামপ্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী নির্বিচার হত্যাকাণ্ডগুলোর মধ্যে একটি। এ ধরনের ঘটনা সাধারণত প্রতিবেশী যুক্তরাষ্ট্রেই বেশি ঘটতে দেখা যায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইটে বলেছেন, গতকাল সাসকাচোয়ানে ঘটা হামলাগুলো ভয়ঙ্কর এবং হৃদয়বিদারক। খবর বিডিনিউজের। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন ও যারা আহত হয়েছেন, তাদের প্রতি সমাবেদনা জানিয়েছেন ট্রুডো। এ ঘটনায় দুই সন্দেহভাজনের নাম, ছবি ও চেহারার বর্ণনা প্রকাশ করেছে পুলিশ। সন্দেহভাজনদের একজন ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) ও অপরজন মাইলস স্যান্ডারসন (৩০)। তবে কী উদ্দেশ্যে তারা এই হামলা চালিয়েছে আর কারা হতাহত হয়েছে সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। পুলিশ জানিয়েছে, জেমস স্মিথ ক্রি নেশন এলাকায় ও ওয়েলডন গ্রামে হামলার ঘটনাগুলো ঘটেছে, এখান থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণে রেজিনা শহরে দুই সন্দেহভাজনকে একটি কালো নিশান গাড়িতে দেখা গেছে।এক সংবাদ সম্মেলনে সাসকাচোয়ান রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কমান্ডিং অফিসার রনডা ব্ল্যাকমোর বলেন, “আপতভাবে মনে হচ্ছে কয়েকজনকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে আর কয়েকজন এলোপাতাড়ি হামলার শিকার হয়েছেন।
তাই এই মূহূর্তে হামলার উদ্দেশ্য সম্পর্কে বলা অত্যন্ত কঠিন। ছুরিকাঘাতে জখম হওয়া আরও কেউ থাকতে পারে এবং চিকিৎসার জন্য তারা নিজেরাই হাসপাতালে গিয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। জেমস স্মিথ ক্রি নেশন একটি আদিবাসী সমপ্রদায় অধ্যুষিত এলাকা। এখানে প্রায় ৩৪০০ জনের বসবাস যাদের অধিকাংশই কৃষি, শিকার ও মাছ ধরার পেশায় নিয়োজিত। ওয়েলডন গ্রামের বাসিন্দা প্রায় ২০০ জন। এখানে প্রথম ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে ভোর ৫টা ৪০ মিনিটে। এর তিন ঘণ্টার মধ্যে পুলিশ প্রদেশজুড়ে ‘বিপজ্জনক ব্যক্তি’ সতর্কতা জারি করে।
পরে বিকালের মধ্যে প্রতিবেশী আলবার্টা ও ম্যানিটোবা প্রদেশজুড়েও একই ধরনের সতর্কতা জারি করা হয়। কানাডার ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার মধ্যে আদিবাসীর সংখ্যা ৫ শতাংশেরও কম। তাদের অধিকাংশই অন্যান্য কানাডীয়দের তুলনায় দারিদ্র্য, বেকারত্বে ভোগেন এবং অল্পদিন বেঁচে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধরাজার কাছে ক্ষমা চাইলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
পরবর্তী নিবন্ধ২০০তম পর্বে ‘অনলাইন অফলাইন’