এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)’র স্নাতক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য দু’দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ও ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভলপমেন্ট এন্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট এ ফেয়ারের আয়োজন করে। বাংলাদেশি ও আন্তর্জাতিক ৩৬টি প্রতিষ্ঠান/সংস্থা অনলাইন ও অফলাইনে এই ক্যারিয়ার ফেয়ারে অংশ নেয়। অংশ নেয়া অনেক প্রতিষ্ঠানে এইউডব্লিউ’র শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ইন্টার্নশিপের সুযোগ করে দিয়েছে। এইউডব্লিউ’র উপাচার্য ড. রুবানা হক বলেন, এইউডব্লিউ অ্যামেরিকান স্টাইল লিবারেল আর্টস এন্ড সাইয়েন্স পাঠ্যক্রম অনুসরণ করে নারীর নেতৃত্ব এবং ক্ষমতায়ন বিকাশে বদ্ধপরিকর। এ ধরনের ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসহ সকলের জন্য কল্যাণকর। এইউডব্লিউ’র ডিন অফ স্টুডেন্ট সুমান চ্যাটার্জী ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং ইন্টার্নশিপের সুযোগ অবারিত রাখতে সংস্থাগুলোর সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।