আপামর মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ভালোবাসার পথচলার ৬৩তম বর্ষে পদার্পণ করেলো স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী। গতকাল সোমবার পত্রিকাটির ৬২ বছর পূর্তি হয়েছে। চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলার দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা আজাদী সামনের দিনগুলোতেও মানুষকে সাথে নিয়ে মানুষের জন্য কাজ করতে চায়। চলতে চায় মাথা উঁচু রেখে। আজাদী ভবনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে পরম করুণাময় আল্লাহর দরবারে শোকরানা আদায়ের পাশাপাশি সামনের দিনগুলোর জন্য রহমত কামনা করা হয়। চট্টগ্রামের গণমানুষের আস্থা এবং বিশ্বাসে ধন্য দেশের প্রথম সেরা আঞ্চলিক দৈনিকের স্বীকৃতি পাওয়া দৈনিক আজাদী সামনের দিনগুলোতেও মাটি ও মানুষের কথা বলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
ষাটের দশকের অবহেলিত চট্টগ্রামের নানা অভাব অভিযোগ এবং মানুষের সুখ দুঃখের কথা বলার জন্য শুরু হয়েছিল দৈনিক আজাদীর প্রকাশনা। এ অঞ্চলের প্রথম মুসলিম ইঞ্জিনিয়ার এবং চট্টগ্রামের আলোকিত মানুষ আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার মানব কল্যাণের মহান ব্রত নিয়ে ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর দৈনিক আজাদী প্রকাশ করেন। ৬২ বছর আগে মুদ্রণ
শিল্পসহ প্রকাশনা ক্ষেত্রে বিরজিত করুণ দশার মাঝে শুরু হয়েছিল দৈনিক আজাদীর যাত্রা। ওই সময়কার প্রেক্ষাপটে একটি দৈনিক পত্রিকা প্রকাশনার উদ্যোগ নেয়া যে কত বড় চ্যালেঞ্জ ছিল তা আজ কল্পনা করাও কঠিন। শুধুমাত্র মাটি ও মানুষের প্রতি অকৃত্রিম মমত্ববোধ থেকেই এমন একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন ইঞ্জিনিয়ার আবদুল খালেক।
প্রকাশনার প্রথম দিন থেকেই দৈনিক আজাদী চট্টগ্রামের মানুষের মুখপত্র হিসেবে অত্যন্ত বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে। ৬২ বছরের দীর্ঘ পথচলায় নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও দৈনিক আজাদী এই অঞ্চলের মানুষের ভরসার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। শুধু এ অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথাই নয়, চট্টগ্রামের ইতিহাস এবং ঐতিহ্যকেও দৈনিক আজাদী সযতনে লালন করে চলেছে। গত পাঁচ যুগেরও বেশি সময় দৈনিক আজাদী দেশের মাটির কথা বলেছে, মানুষের কথা বলেছে। আর তাই মানুষও তাদের অকৃত্রিম ভালোবাসায় এই পত্রিকাটিকে জনপ্রিয়তার তুঙ্গে তুলে রেখেছে। চট্টগ্রামের মানুষের অকুণ্ঠ ভালোবাসায় বছরের পর বছর ধরে দৈনিক আজাদী সমান জনপ্রিয়তা নিয়ে টিকে রয়েছে। দৈনিক আজাদী আজ শুধু একটি সংবাদপত্রই নয়, এটি এখন চট্টগ্রামের মুখপত্র হিসেবেও স্বীকৃতি লাভ করেছে। মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং আস্থা দৈনিক আজাদীকে উৎসাহিত করেছে, করেছে অনুপ্রাণিত।
দৈনিক আজাদীর ৬২ বছর পূর্তিতে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে শোকরানা আদায়ের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গতকাল সোমবার বাদ আছর আজাদী ভবনে মিলাদ মাহফিল পরিচালনা করেন কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রিজভি। মিলাদ মাহফিলে বিশেষ মোনজাতে দৈনিক আজাদীর উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি দেশ ও জাতির সুখ সমৃদ্ধি এবং সফলতা কামনা করা হয়। একই সাথে মরহুম ইঞ্জিনিয়ার আবদুল খালেক, প্রাক্তন সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদসহ এই পত্রিকার যত সাংবাদিক কর্মকর্তা এবং কর্মচারী ইন্তেকাল করেছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
৬৩ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল দৈনিক আজাদী কার্যালয়ে হাজারো মানুষের ঢল নামে। শহরের নানা প্রান্ত থেকে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সমাজকর্মী, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সংগঠন দৈনিক আজাদীকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন। মানুষের ভালোবাসা মোড়ানো ফুলে উপচে পড়ে দৈনিক আজাদী আঙিনা। দৈনিক আজাদী কর্তৃপক্ষ অগুনতি পাঠক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সামনের দিনগুলোতেও আজাদী যাতে মানুষের কথা বলতে পারে সেজন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।