চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় উভয়পক্ষের দুইজন আহত হয়েছে।
আহতরা হলেন সিক্সটি নাইনের অনুসারী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের মির্জা সফল প্রধান এবং সিএফসি’র অনুসারী ও ছাত্রলীগের উপবিজ্ঞান সম্পাদক ১৫-১৬ সেশনের শেখ রাসেল।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে চবির ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা৷
জানা গেছে, মারামারির খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে চবি’র শাহ আমানত হলের সিএফসি ও শাহজালাল হলের সিক্সটি নাইনের কর্মীরা অবস্থান নিয়ে একে-অপরকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে৷
এ ঘটনায় আহত দুইজনকে চবি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছে প্রক্টরিয়াল বডি।
চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, “ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।”