ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির উদ্দেশে সোমবার সকালে (৫ সেপ্টেম্বর) ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অসুস্থতার কারণে ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন। সূত্র জানায়, ড. এ কে আবদুল মোমেন শারীরিক অসুস্থতার কারণে ভারত সফরে যাননি।
বেশ কিছুদিন ধরে পররাষ্ট্রমন্ত্রীর নানা ধরনের মন্তব্য বিভিন্ন সমালোচনার জন্ম দেয়। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, সেটি করতে ভারত সরকারকে অনুরোধ করেছে। তিনি বলেন, আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তার এই বক্তব্য তুমুল সমালোচনার জন্ম দেয়।
এরআগে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নয়াদিল্লির উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর এ সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদনদীর পানিবণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্য সূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে।