সদরঘাট কালীবাড়ি মোড় ও নিউ মার্কেটের সামনে গতকাল দুটি পথসভায় বক্তারা বলেন, আগামী ডিসেম্বর মাসের পূর্বে সংবিধান, আদালতের নির্দেশ মেনে বাংলায় নামফলক লিখতে হবে। বীর মুক্তিযোদ্বা ডা. এ কে এম মঈনুদ্দীন খানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গবেষক, লেখক ডা. মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন বিপ্লবী তারেস্বর পরিষদের সভাপতি প্রকোশলী সিঞ্চন ভৌমিক, বাংলা প্রচলন উদ্যোগের সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা কাজী রাজেস ইমরান, সাংবাদিক রোকন উদ্দিন, প্রজন্ম চট্টগ্রামের চৌধুরী জসিমুল হক, আমরা মোহামেডানের মুহাম্মদ আবদুর সবুর, ক্যাবের জানে আলম, চট্টগ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের ডা. আর কে রুবেল, সংগীতকার নারায়ন দাশ, এনামুল হক, ছাত্রনেতা মো. কাইছার উদ্দিন, আশফাক উদ্দিন জারিফ। সঞ্চালনায় ছিলেন টিভি আবৃতি শিল্পী দিলরুবা খানম ছুটি।