আমাদের একটি সূর্য নিভে গেল: মনির খান

| সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সংগীতজ্ঞ গাজী মাজহারুল আনোয়ার। তার মৃত্যুর খবর শুনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে গেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এই কণ্ঠশিল্পী বলেন, আমাদের একটি সূর্য নিভে গেল। বিশ্ব জানে তাঁর সম্পর্কে। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি তার সন্তানতুল্য ছিলাম। তিনি সবসময় বলতেন, আমার দুটি ছেলে একটা উৎপল আরেকজন মনির। খবর বাংলানিউজের।
কান্নাজড়িত কণ্ঠে মনির খান আরও বলেন, তাঁর আদর, স্নেহ, শাসন সবকিছু থেকেই আজ থেকে বঞ্চিত হব। তিনি তো আমাদের একটি প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশে আর আসবে কিনা তা বলা যায় না।

পূর্ববর্তী নিবন্ধমুশফিকের অবসরকে অভিনন্দন তামিমের
পরবর্তী নিবন্ধতার গানেই শুরু হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র