চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির প্রতিযোগিতা সম্পন্ন

| সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অডিটোরিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমি (সিডিকেএ) আয়োজিত উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে। সিডিকেএ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় গানার্স ইংলিশ স্কুল চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, গানার্স ইংলিশ স্কুল, চট্টগ্রাম এডুকেশন এন্ড স্পোর্টস ইনস্টিটিউট সহ ১৫টি প্রতিষ্ঠান থেকে প্রায় দুই শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির মহাপরিচালক সজিব উদ্দিনের সঞ্চালনায় ও প্রধান নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্ণেল মুজিবুল হক সিকদার। অতিথি ছিলেন প্রফেসর নুুরুল আলম, সহকারি প্রফেসর মোহাম্মদ কায়সার, প্রোগ্রাম আহ্বায়ক এমএ জলিল, বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, অভিভাবক সদস্য সোহেল খান, নাজিম উদ্দিন প্রমুখ। সিডিকেএ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধশতদল ক্লাবের ফুটবল কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধঅনি স্মৃতি স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন