শতদল ক্লাবের ফুটবল কমিটি গঠিত

| সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

সিজেকেএস ও সিডিএফএ আয়োজিত আসন্ন প্রিমিয়ার লীগে অংশগ্রহনকারী দল শতদল ক্লাবের এক সভা ক্লাব কার্যালয়ে অনুষ্ঠত হয়। সভায় লিগে দল পরিচালনার জন্য ফুটবল কমিটি গঠন করা হয়। ক্রীড়া সংগঠক, তায়কোয়ানডো ফেডারেশনের যুগ্ম সম্পাদক সুমন দে কে ফুটবল কমিটির চেয়ারম্যান, আক্তার মিয়াকে প্রধান সমন্বয়ক, মোহাম্মদ সাইফুল হাসান সরকারকে ফুটবল দলের ম্যানেজার, লিটন বড়ুয়াকে সহকারী ম্যানেজার, মোহাম্মদ মোমিনুল হক খোকনকে প্রধান প্রশিক্ষক, মোহাম্মদ নাজিমউদ্দিন নাজুকে সহকারী প্রশিক্ষক মনোনীত করা হয়। এছাড়া ফুটবল কমিটিতে সদস্য করা হয়েছে মুজিবুল হক সিদ্দিকী বাচ্চু, মীর নওশের আলী টিপু, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ হারুন, মোহাম্মদ আহমদ হোসেন, মোহাম্মদ নাছির, মোহাম্মদ হানিফ, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, আব্দুল মোমেন বাবু, জাহাংগীর মোস্তফা, মোহাম্মদ নাজিমউদ্দিন, আবু মোহাম্মদ সাইফুল ইসলাম চৌং, অসীম দেওয়ানজি, শাহাবুদ্দীন জাহাংগীর, মোহাম্মদ আইয়ূব আলী টুকু, আহসান হাবীব ছোটন, মোহাম্মদ মহররম হোসাইন, মোস্তফা কামাল বাবলু, আব্দুল মান্নান, আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, আসহাব রসুল চৌধুরী জাহেদ, মোহাম্মদ নাহিদুল আলম, ডাক্তার কামরুদ্দীন চৌধুরী সোয়েব, মোহাম্মদ ইমতিয়াজ বাবলা, মোহাম্মদ শামীম আজাদ রুবেল ।

পূর্ববর্তী নিবন্ধকারাতে বেল্ট পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির প্রতিযোগিতা সম্পন্ন