চট্টগ্রাম সড়ক ও জনপথ ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রহমতগঞ্জস্থ সড়ক ভবনের সার্কেল মিলনায়তনে সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সওজ চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন, সওজ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল বশরের সঞ্চালনায় বক্তব্য দেন, আতিকুর রহমান চৌধুরী, সিরাজদ্দৌল্লা, মো. হাছান, মো. নুরু, মো. জুয়েল, সাইফুল আলম, মো. জাহাঙ্গীর, মো. ইমরান হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ কোনদিন স্বাধীন হতোনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে তিনি বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়েছেন। সভায় বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।