লামায় বাড়ির মালিকের কিশোর ছেলে কর্র্তৃক ভাড়াটিয়া বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বিকেলে পুলিশ অভিযুক্ত কিশোর তানভিরকে (১৫) আটক করেছে। তানভির লামা পৗরসভা এলাকার নারকাটাঝিরি গ্রামের বাসিন্দা আবদুস ছত্তারের ছেলে।
অভিযোগে জানা যায়, ভুক্তভোগী কিশোরী মায়ের সাথে পৌর এলাকার নারকাটাঝিরিস্থ আবদুস ছত্তারের ভাড়া বাসায় বসবাস করেন। স্বামী না থাকায় বিভিন্ন জায়গায় কাজ করে মেয়েকে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন ওই কিশোরীর মা। গত ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কিশোরীর মা বাড়ির মালিকের ছেলে তানভিরকে একটি খালি গ্যাস সিলিন্ডার তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য পাঠান।
এ সময় তানভির ঘরের মধ্যে বাক প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি ও ভয়ভীতি দেখায়। পরবর্তীতে তার মা কাজ শেষে ঘরে ফিরলে কিশোরী ঘটনাটি মাকে বলেন। কিশোরীর মা তাৎক্ষণিক ধর্ষণের ঘটনা অভিযুক্ত তানভিরের বাবা-মাকে জানালে তারা এ ঘটনায় কোথাও মামলা কিংবা বিচার দিলে বাড়ি থেকে বের করে দেওয়াসহ নানা ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করেন বলে নির্যাতিতার মা জানান। এ বিষয়ে শনিবার বিকেলে ওই কিশোরীর মা বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত কিশোরের বাবা আবদুস ছত্তারের দাবি, তার কিশোর ছেলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
লামা থানা পুলিশ পরিদর্শর্ক (তদন্ত) শিবেন বিশ্বাস বলেন, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। মেডিকেল পরীক্ষা সম্পন্নের লক্ষে ভিকটিম পুলিশ হেফাজতে রয়েছে।