বাঁশবাড়িয়ায় জোয়ারে ভেসে এলো যুবকের লাশ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র উপকূল থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সাগর পাড়ের সন্দ্বীপ ঘাট থেকে প্রায় ৬০০ মিটার দূরে সাগর উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। এ সময় মানবিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড শাখার সহযোগিতায় পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
কুমিরা নৌ পুলিশের এসআই চাঁদ মিয়া বলেন, বিকালে বাঁশবাড়িয়া সাগর উপকূলে ভেসে আসা অর্ধগলিত এক যুবকের মৃতদেহের খবর পাই স্থানীয়দের মাধ্যমে। গাউছিয়া কমিটির সদস্যদের সহযোগিতায় আমরা লাশটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করি। ধারণা করা হচ্ছে যুবকের লাশটি ৪/৫ দিন আগের। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে খোলা বাজারে চাল বিক্রি শুরু
পরবর্তী নিবন্ধপ্রকৌশলী মুনাওয়ার আহমদ স্মরণে আঞ্জুমান মুফিদুল ইসলামের দোয়া মাহফিল