আলেমদের আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মাওলানা নূরী

| রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, মজলিসুল ওলামা বাংলাদেশ প্রচলিত রাজনীতি বিমুখ একটি সংগঠন। এই সংগঠনের সদস্য হয়ে সমাজের দারিদ্র পীড়িত, দু:খী ও অভাব গ্রস্থ মানুষের সেবার মাধ্যমে আলেমদের জন্য ওয়ারাসতে আম্বীয়ার জিম্মাদারী পালনের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি আলেমদেরকে একটি সুখী ও সমৃদ্ধশালী আদর্শ সমাজ বিনির্মানের ভীত রচনা করার আহবান জানিয়ে বলেন, একাজটি যত সহজ তার চাইতেও বেশী কঠিন।
মাওলানা নূরী গতকাল বান্দরবান জেলা মজলিসুল ওলামার নব নির্বাচিত কমিটির দায়িত্বশীলদের পরিচিতি সভা ও ওলামা সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে একথা বলেন। বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওলামা সমাবেশে বিশেষ মেহমানের বক্তব্য রাখেন মাওলানা আলাউদ্দিন ইমামী, মাওলানা হাফেজ মফিজ উদ্দিন, আবদুল কুদ্দুস, মাওলানা নুরুল ফারুকী, এহছানুল হক আল মূঈন, মাওলানা আবুল কালাম, আবুল কালাম, মাওলানা ইউনুছ নূরী, মোহাম্মদ মুছা কোম্পানী, সেলিম রেজা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন
পরবর্তী নিবন্ধপরিবারকে বদলে দিতে পারেন সুশিক্ষিত মা