হঠাৎ করে লোডশেডিং বেড়ে যাওয়ায় আপদকালীন বিকল্প হিসেবে আইপিএস ও জেনারেটরের দিকে ঝুঁকছে নগরীর সচ্ছল মানুষদের অনেকে। ব্যবসায়ীরা বলছেন, গত দুই সপ্তাহে এই দুটি পণ্যের বিক্রি কিছুটা বেড়েছে। অনেকে কেনার জন্য খোঁজখবর নিচ্ছেন। তবে জেনারেটরের চেয়ে আইপিএসের প্রতি আগ্রহটা বেশি দেখা যাচ্ছে। নগরীর রাইফেল ক্লাব এলাকার ইলেকট্রিক ব্যবসায়ী ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকায় আইপিএসের বিক্রি অনেকটাই কমে গিয়েছিল। যাদের ঘরে পুরনো আইপিএস ছিল, অনেকে তা বিক্রি করে দিয়েছেন। এখন বিদ্যুতের সমস্যা দেখা দেওয়ায় ফের আইপিএসের বিক্রি বেড়েছে। গত ১৫ দিনে ব্যক্তিগত ক্রেতা পর্যায়ে আইপিএসের বিক্রি তুলনামূলক ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তারা বলছেন, অনেকে আইপিএসের দাম জানতে আসছেন। কেনার আগ্রহ প্রকাশ করছেন কেউ কেউ। সব মিলিয়ে বিক্রি আরও বাড়তে পারে।
শাহ আমানত মার্কেট ও রেয়াজউদ্দিন বাজার ইলেকট্রিক মার্কেটে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে খুচরা ও পাইকারি পর্যায়ে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ভারতীয় কয়েকটি প্রতিষ্ঠানের আইপিএস। এর মধ্যে অন্যতম লুমিনাস ও মাইক্রোটেক। এরপরেই রয়েছে লিভগার্ড, এমাজি, ইউটিএল ডামা প্লাস, এঙাইডের মতো কিছু প্রতিষ্ঠানের পণ্য। দেশীয় কিছু প্রতিষ্ঠানের আইপিএসও বেশ ভালো বিক্রি হতে দেখা গেছে। এমন একটির নাম সেপটি প্লাস।
সেপটি প্লাসের বিক্রেতা মো. শাহেদ আজাদীকে বলেন, ধরন ভেদে আইপিএসের দাম ৫ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত। তবে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছোটগুলো। ৫টি ফ্যান ও ৫টি লাইটের ক্ষেত্রে ৭ হাজার টাকা, ৪ ফ্যান ও ৪ লাইট ৬ হাজার ৫০০ টাকা এবং ৩ ফ্যান ও ৩ লাইটের উপযোগী একটি আইপিএসের দাম ৫ হাজার ৫০০ টাকা।
পাশের দোকানের মালিক নাম জানাতে অনিচ্ছা প্রকাশ করে বলেন, আইপিএসের ক্রেতাদের মধ্যে বেশিরভাগই মধ্যবিত্ত শ্রেণির। জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে নিম্নবিত্তরা এটি কেনার কথা ভাবতে পারছে না। যারা দাম জেনে চলে যাচ্ছেন তাদের মধ্যে এই শ্রেণির মানুষের সংখ্যাই বেশি।
এদিকে জুবিলী রোডে বেশ কয়েকটি দোকান ঘুরে জানা গেছে, জেনারেটরের বিক্রিও কিছুটা বেড়েছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ২ থেকে ৫ কিলোহর্স জেনারেটর। ব্যক্তিগত পর্যায়ে ছোট আকারের এসব জেনারেটর কিনছেন অনেকে। তবে আইপিএসের প্রতি মানুষের ঝোঁক বেশি থাকায় বিক্রি আগের চেয়ে কম।
করিম শেখ ও অনিক রায় নামের দুই ক্রেতা আজাদীকে জানান, দীর্ঘদিন লোডশেডিং সেভাবে না থাকায় সার্বক্ষণিক বৈদ্যুতিক সেবা নিয়ে এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়েছে নগরবাসীর। এখন হঠাৎ করে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় সাময়িক সময়ের জন্য বিকল্প উৎসের দিকে ঝুঁকছেন অনেকে। তবে সামনে শীতের মৌসুম হওয়ায় বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে বলে ধারণা করছেন অনেকে। সেক্ষেত্রে আইপিএস ও জেনারেটরের বিক্রি কমতে পারে।