চট্টগ্রামের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা দরকার

সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউআরজিসি এবং বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় চসিক মেয়রকে সংবর্ধনা দেয়া হয়। গত বৃহস্পতিবার রাত ৮টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান ও সৃজনশীল প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়।
এ সময় মেয়র বলেন, প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সম্মান দিয়েছেন আমি তা চট্টগ্রামবাসীর জন্য উৎস্বর্গ করে চট্টগ্রামের উন্নয়নে নিজেকে আত্মনিবেদিত করবো। তিনি চট্টগ্রামের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতা করার আহ্বান জানান। এতে চট্টগ্রাম সিটি করর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী সংবর্ধিত প্রধান অতিথি ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রামে জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিআরবির ডিজি এম মো. শাহজাহান আলী। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউআরজিসির গ্লোবাল অ্যাম্বাসেডর মতিউর রহমান সৌরভ। অধ্যক্ষ জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার ফাউন্ডেশনের কার্যকরী সভাপতি লায়ন মো. আলমগীর, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, মো. আবুল কাশেম, এস এম সাহাব উদ্দিন, আবছার হাসান চৌধুরী, নুর মোহাম্মদ মধু, লায়ন শামসুজ্জামান সুমন, লায়ন খন্দকার কছির উদ্দিন ও লায়ন মোখলেছার রহমান। আরও উপস্থিত ছিলেন সামছুদ্দিন রুবেল, আমির হোসেন সুমন, মো. জামাল উদ্দিন, সৈয়দা শাহানা আরা বেগম, জয়া চৌধুরী, মাছুমা কামাল আঁখি, লাকি আক্তার, নুর জামাল চৌধুরী, ডা. মীর হোসেন মাসুম, আনিসুর রহমান লোকমান দয়াল, আব্দুল জলিল লিটন, সেলিম, স্বাধীন বর্মন, মো. কামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে স্বামী, স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার