বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের নজরুল ইসলামের পুত্র আকিব উদ্দিন আল হাসান (২১)। চট্টগ্রাম সিটি কলেজে অনার্সে লেখাপড়ার পাশাপাশি নিজের ট্রভেল এজেন্সির ব্যাবসার সাথে জড়িত ছিলেন। ট্রাভেল এজেন্সির মাধ্যমে লোকজন নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর মক্কা শরীফ যাওয়ার কথা ছিল।
সেই কাজের জন্য তার এক বন্ধু সহ আজ শুক্রবার(২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পেকুয়া থেকে বাঁশখালীতে মোটরসাইকেল যোগে আসার পথে কক্সবাজারের পেকুয়ার টইটং এলাকায় এস আলম সার্ভিসের একটি গাড়ি তাকে চাপা দেয়।
তাকে গুরুতর আহত অবস্থায় চাম্বলে বাঁশখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৫টার দিকে তিনি মারা যান
তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন তার নিকটাত্মীয় মো. রিয়াদুল ইসলাম।
এ সময় তার এক বন্ধুও আহত হয় বলে জানা যায়।
আজ শুক্রবার রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “পেকুয়া এলাকায় বাঁশখালীর গণ্ডামারার এক যুবক আহত হয়ে চট্টগ্রামে হাসপাতালে মারা যায়। নিহতের পরিবার আমাদের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা চাইলে তা পুলিশ প্রসাশন করবে।”
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী সড়ক দুঘর্টনায় একজন নিহত হওয়ার কথা আজাদীকে নিশ্চিত করেন।