জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব কাল

বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রে স্নাতক ও স্নাতকোত্তর

| বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফাইনাল পর্বে মোকাবেলা করবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহ্‌ফুজা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে বিতর্ক প্রতিযোগিতাটি প্রযোজনা করেছেন ইলন সফির। গত ২৭ মার্চ এই প্রতিযোগিতা উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হসান চৌধুরী এমপি। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসহ মোট ১০৪ টি দল অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির তিন উপকমিশনার পদে রদবদল
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে : ড. অনুপম সেন