চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক এমএনএ এম. আবু ছালেহর শোক সভা ও শিক্ষাবৃত্তি প্রদান গতকাল বুধবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। উদ্বোধক ছিলেন, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া।
বিশেষ আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদ মনোয়ার, অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক খোরশেদ আলম, সৈয়দ মাহমুদুল হক, কাজী আবু তৈয়ব, মহিলা আওয়ামী লীগ নেতা হাসিনা জাফর, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার একরাম হোসেন, উত্তর জেলা জাসদের সভাপতি ভানুরঞ্জন চক্রবর্তী, সিপিবি, জেলা সভাপতি অধ্যাপক অশোক সাহা, বেদারুল আলম বেদার, কিরণ লাল আচার্য, মরহুমার সন্তান ডা. মেহজাবিন তুলি, ইসরাত জাহান মুনমুন। সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় অতিথি ছিলেন এস এম লিয়াকত হোসেন, কবি আশীষ সেন, ফয়েজ আহমদ লিটন, প্রকৌশলী সঞ্চয় কুমার দাশ, এম এ সালাম, স্বপন সেন, বিজয় শংকর চৌধুরী, কাজী রাজেশ ইমরান, সোমা মুৎসুদ্দী, শাহীন ফেরদৌসী, মনজুর আলম, শবনম ফেরদৌসী, প্রণব রাজ বড়ুয়া, সজল দাশ প্রমুখ। শুরুতে মরহুম আবু ছালেহর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, প্রগতিশীল রাজনীতির আদর্শিক পুরুষ এম. আবু ছালেহ। গণমানুষের ভালোবাসায় ঋদ্ধ ছিলেন এই নন্দিত রাজনীতিবিদ। পরিশীলিত ও পরিশুদ্ধ জীবন যাপন ছিল তাঁর। সভায় বক্তারা এ রাজনীতিবিদকে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদানের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












